The Real Test- Tense

Choose the correct sentence. bcs-10th
  1. I asked Javed had he passed.
  2. I asked Javed if he had passed.
  3. I asked Javed if you had passed.
  4. I asked Javed that had he passed.
 He said that he ____ be unable come. bcs- 29th
  1. will
  2. shall
  3. should
  4. would
He had written the book before he ____. bcs-26th
  1. retired
  2. had retired
  3. has retired
  4. will be retired

ব্রিটিশ আমল

ব্রিটিশ ভারতের প্রথম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান - কোলকাতা আলিয়া মাদ্রাসা।
স্থাপিত হয় - ১৭৮১ সালে।
উপমহাদেশে প্রথম নৈশ বিদ্যালয় চালু হয় - ১৯১৮ সালে।
ব্রিটিশ ভারতে প্রথম জনশিক্ষা কমিটি গঠিত হয় - ১৮২৩ সালে।

বাংলাদেশের শিক্ষা ও শিক্ষাব্যবস্থা

বাংলাদেশের সংবিধানের ১৭নং অনুচ্ছেদে শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে।
বাংলাদেশে সর্বজনীন প্রাথমিক শিক্ষা প্রবর্তিত হয় ১৯৮০ সালে।
বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন প্রণীত হয় ১৯৯০ সালে।
সর্বপ্রথম বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রর্বতন করা হয় ১৯৯২ সালের ১ জানুয়ারি মোট ৬৮টি থানায় এবং সারাদেশে ১৯৯৩ সালের ১ জানুয়ারি থেকে। 
বাংলাদেশের একমাত্র শিক্ষা সংক্রান্ত তথ্যের সংকলন ও প্রবাহের প্রতিষ্ঠান BANBEIS
 তিনটি ধাপে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা প্রসারিতঃ